চা-শ্রমিকদের চলমান ধর্মঘট নিরসনে চট্টগ্রামে সভা বিকেলে

চা বাগানগুলোতে পূর্ণদিবস কর্মবিরতি পালন করছেন চা শ্রমিকরা। দৈনিক মজুরি ৩০০ টাকা করার দাবিতে ১৩ আগস্ট থেকে চট্টগ্রামসহ সারা দেশের সব চাবাগানে পূর্ণদিবস কর্মবিরতির মাধ্যমে ধর্মঘট করছেন তারা।
চা শ্রমিকদের চলমান ধর্মঘট নিরসনে চা শ্রমিক নেতা, চা বাগানের মালিক ও ম্যানেজার এবং চা বোর্ডের প্রতিনিধির সঙ্গে আজ শনিবার (২০ আগস্ট) চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান ও পুলিশ সুপার এস এম রশিদুল হক একটি সভা করবেন।
আরও পড়ুন: অষ্টম দিনের মতো চলছে চা শ্রমিকদের কর্মবিরতি
জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে বিকাল ৫টায় সভাটি অনুষ্ঠিত হবে।
সভার বিষয়টি নিশ্চিত করেছেন স্টাফ অফিসার টু ডিসি ও সহকারী কমিশনার প্লাবন কুমার বিশ্বাস।
কেএম/এসএসএইচ