হাতিরঝিল থানায় আসামির মৃত্যু
দুদিন মর্গে পড়ে থাকার পর সুমনের লাশ নিলেন বাবা

রাজধানীর হাতিরঝিল থানায় মারা যাওয়া আসামি সুমন শেখের মরদেহ নিয়েছে পরিবার। দুদিন তার মরদেহ রাখা ছিল সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে।
সোমবার (২২ আগস্ট) বিকেল পৌনে ৩টার দিকে সুমনের বাবা পিয়ার আলী হাসপাতালের মর্গে পুলিশের কাছ থেকে মরদেহ নিয়ে যান। বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) এইচ এম আজিমুল হক।
তিনি বলেন, আজ পৌনে ৩টায় সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আমাদের কাছ থেকে সুমনের মরদেহ তার বাবা গ্রহণ করেছেন। এর পর তিনি ছেলের মরদেহ নিয়ে মর্গ থেকে বের হয়ে যান।
সুমনের পরিবার সূত্রে জানা গেছে, মরদেহ নেওয়ার পর মোহাম্মদপুরের বাবর রোডের আল মারকাযুলে গোসলের জন্য নিয়ে আসা হয়েছে।
এদিকে মরদেহ হস্তান্তরের বিষয়ে আপত্তি জানিয়ে সুমনের স্ত্রী জান্নাতের বড় ভাই মোশাররফ বলেন, পুলিশ কীভাবে সুমনের মরদেহ হস্তান্তর করেছে আমার বোনকে না জানিয়ে? সুমন মারা গেছেন আজকে তিনদিন হতে চলল। এ কদিন তো সুমনের বাবাকে আমরা দেখিনি। সুমনের বাবার মানসিক সমস্যা রয়েছে। তাকে যে যেভাবে বুঝায়, তিনি সেভাবে কাজ করেন কোনো ধরনের চিন্তা না করে। পুলিশ কীভাবে তার কাছে মরদেহ হস্তান্তর করলো? আমরা এখন আদালতে আছি। আমাদের আদালতে ডাকা হয়েছে বিষয়টি মীমাংসা করার জন্য। এর ফাঁকে পুলিশ সুমনের মরদেহ তার মানসিক ভারসাম্যহীন বাবার কাছে হস্তান্তর করে দিয়েছে।
চুরির মামলায় শুক্রবার বিকেলে গ্রেপ্তার হন সুমন শেখ। ওই দিন রাতে তিনি গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন বলে জানায় পুলিশ। এরপর সুমনের মৃত্যুর সঠিক তদন্ত চেয়ে পরিবার থেকে মরদেহ নিতে অস্বীকৃতি জানানো হয়।
এমএসি/আরএইচ