থানায় ধর্ষণচেষ্টার বিচারপ্রার্থীকে নির্যাতনে বিস্মিত মহিলা পরিষদ

মানিকগঞ্জের শিবালয় থানায় পাঁচ বছরের মেয়েশিশুকে ধর্ষণচেষ্টার মামলার বিষয়ে খোঁজ নিতে গিয়ে পুলিশের হাতে শিশুর বাবার মারধরের শিকার হওয়ার ঘটনায় বিস্ময় ও উদ্বেগের সঙ্গে তীব্র নিন্দা জ্ঞাপন করেছে বাংলাদেশ মহিলা পরিষদ।
মেয়েশিশুকে ধর্ষণচেষ্টা এবং বিচারপ্রার্থী বাবাকে মারধর করার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থাগ্রহণসহ দ্রুত গ্রেপ্তার, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে সংগঠনটি।
সংগঠনটি বলছে, থানায় বিচারপ্রার্থী বাবাকে থানা কমপ্লেক্সে নির্মম নির্যাতনের ঘটনা আমাদের বিস্মিত করেছে। এ ধরনের ঘটনা আইনশৃঙ্খলা বাহিনীর ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করছে এবং বিচারপ্রার্থী মানুষের মধ্যে ভীতির সঞ্চার করছে, সেইসঙ্গে ন্যায় বিচারপ্রাপ্তির ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করছে।
সোমবার (২২ আগস্ট) সন্ধ্যায় বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম ও সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মানিকগঞ্জের শিবালয় থানায় পাঁচ বছরের মেয়েশিশুকে ধর্ষণচেষ্টার মামলার বিষয়ে খোঁজ নিতে গিয়ে থানার ভেতরে পুলিশ এসআই কর্তৃক নির্যাতনের শিকার শিশুর বাবাকে মারধরের ঘটনা ঘটেছে।
ঘটনা সূত্রে জানা যায়, ঘটনার শিকার মেয়েশিশুর বাবা স্ত্রীসহ ঢাকায় থাকেন। তার পাঁচ বছরের মেয়েশিশু থাকেন দাদির সঙ্গে। গত ২০ জুলাই শিবালয় উপজেলার আওয়ামী লীগের সদস্য মো. মান্নান খানের চাচাত ভাই রজ্জব খান তার মেয়েকে ধর্ষণের চেষ্টা করে। মেয়েটির দাদী বিষয়টি হাতেনাতে ধরে ফেললে তিনি স্থানীয় গ্রাম্য মাতবরদের জানান। প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নিয়ে উল্টো নির্যাতনের শিকার পরিবারকে নানা ভয়ভীতি দেখানো হয়।
গত ১৪ আগস্ট নির্যাতনের শিকার মেয়েশিশুটির বাবা থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগের বিষয়ে খোঁজ নিতে গেলে থানার এসআই আরিফ হোসেন মেয়েটির বাবাকে শার্টের কলার ধরে একটি কক্ষে নিয়ে যায় এবং তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি, লাথি মেরে আহত করে। একপর্যায়ে শিশুটির বাবা মাটিতে লুটিয়ে পড়লে বাইরে থাকা মা তার নাতনিকে নিয়ে ছেলেকে উদ্ধার করে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান এবং সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তার হাত-পা ও মাথার বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, নারী ও কন্যার প্রতি বর্বর ও ধর্ষণ, ধর্ষণের চেষ্টার ঘটনাগুলো উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। থানায় বিচারপ্রার্থী বাবাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা কর্তৃক নির্মম নির্যাতনের ঘটনা আমাদের বিস্মিত করেছে।
মহিলা পরিষদ মেয়েশিশুকে ধর্ষণচেষ্টা এবং বিচারপ্রার্থী বাবাকে মারধর করার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ ও নির্যাতনের শিকার পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানাচ্ছে।
জেইউ/এসএসএইচ