চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ২

Dhaka Post Desk

নিজস্ব প্রতিবেদক

২২ আগস্ট ২০২২, ০৭:৪৩ পিএম


চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ২

চট্টগ্রামের পাহাড়তলী থানার টোল রোডে লরির ধাক্কায় প্রাইভেটকারের দুই যাত্রী নিহত ও দুই জন আহত হয়েছেন। 

সোমবার (২২ আগস্ট) বিকেলে এই দুর্ঘটনা ঘটে।

ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন পাহাড়তলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান।  

পুলিশ জানায়, নিহতদের মধ্যে একজনের নাম মোহাম্মদ নাসির (৪০)। তিনি চট্টগ্রামের সীতাকুণ্ড থানার বাঁশবাড়িয়া ফকিরবাড়ির আব্দুর রবের ছেলে। নিহত আরেক জনের পরিচয় পাওয়া যায়নি। এছাড়া গুরুতর আহত অবস্থায় বাঁশবাড়িয়ার ইউপি মেম্বার ইসমাইল হোসেনকে চট্টগ্রামে মেডিকেল কলেজ হাসপাতালে ও আরেকজনকে চট্টগ্রামের একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তার পরিচয় জানা যায়নি।

ওসি মোস্তাফিজুর বলেন, টোল রোডে দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় প্রাইভেটকারের চার যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক দুই জনকে মৃত ঘোষণা করেন। আহত দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর লরিটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছেন। 

কেএম/জেডএস

Link copied