উত্তরায় ২০ হাজার পিস ইয়াবাসহ তিন কারবারি গ্রেপ্তার

Dhaka Post Desk

জ্যেষ্ঠ প্রতিবেদক

২৩ আগস্ট ২০২২, ১২:২৯ পিএম


উত্তরায় ২০ হাজার পিস ইয়াবাসহ তিন কারবারি গ্রেপ্তার

রাজধানীর উত্তরায় অভিযান পরিচালনা করে ২০ হাজার পিস ইয়াবাসহ তিনজন কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা উত্তরা বিভাগ। 

গ্রেপ্তাররা হলেন মো. রফিক, ইউসুফ আলী ও মো. হেলাল।

অভিযানে নেতৃত্ব দেওয়া গোয়েন্দা উত্তরা জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার বদরুজ্জামান জিল্লু জানান, সোমবার (২২ আগস্ট) মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে তথ্য আসে কয়েকজন ইয়াবাসহ উত্তরার ১০ নং সেক্টরে অবস্থান করছে।

ওই তথ্যের ভিত্তিতে রাত সাড়ে ৯টার দিকে উত্তরার ১০নং সেক্টরের স্লুইচ গেইট জামে মসজিদের সামনের রাস্তায় অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবাসহ তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় 
২০ হাজার পিস ইয়াবা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি বলেন, গ্রেপ্তাররা কক্সবাজারের সীমান্ত এলাকা থেকে এ বিপুল পরিমাণ ইয়াবা বিক্রির জন্য ঢাকা এনেছিল। গ্রেপ্তারদের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে।

জেইউ/এমএ

Link copied