বিডার চেয়ারম্যান হলেন লোকমান হোসেন মিয়া

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান হয়েছেন সরকারের অবসরোত্তর ছুটি ভোগরত (পিআরএল) সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া।
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ, আইন ২০১৬ এর ধারা-৯(২) অনুযায়ী পিআরএল ভোগরত এই সিনিয়র সচিবকে নির্বাহী চেয়ারম্যান নিয়োগ দিয়ে মঙ্গলবার (২৩ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।
অভোগকৃত অবসরোত্তর ছুটি ও তদসংশ্লিষ্ট সুবিধা স্থগিতের শর্তে সরকারের সিনিয়র সচিবের পদমর্যাদা, বেতন-ভাতা ও অন্যান্য আনুষঙ্গিক সুবিধাসহ আগামী ৪ সেপ্টেম্বর অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছর মেয়াদে তাকে নির্বাহী চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়েছে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব হিসেবে দায়িত্বপালনকালে অবসরে যান লোকমান হোসেন মিয়া।
এসএইচআর/জেডএস