ময়মনসিংহ সড়কে ডাকাতি : র‍্যাবের অভিযানে গ্রেপ্তার ৪

Dhaka Post Desk

জ্যেষ্ঠ প্রতিবেদক

২৭ আগস্ট ২০২২, ০১:৫৩ পিএম


ময়মনসিংহ সড়কে ডাকাতি : র‍্যাবের অভিযানে গ্রেপ্তার ৪

ময়মনসিংহে সংঘটিত আলোচিত ডাকাতি মামলার প্রধান আসামিসহ ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটায়িলন (র‍্যাব)।

শুক্রবার (২৬ আগস্ট) রাজধানীর সবুজবাগ, মুগদা ও কদমতলী এলাকায় পৃথক অভিযান চালিয়ে র‍্যাব-৩ এর একটি দল তাদের গ্রেপ্তার করে।

র‍্যাব-৩ এর স্টাফ অফিসার (মিডিয়া) সহকারী পুলিশ সুপার ফারজানা হক জানান, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, আসামিরা রাজধানীর বিভিন্ন এলাকায় অবস্থান করছেন।

dhaka post

ওই তথ্যের ভিত্তিতে র‍্যাব-৩ এর একটি দল শুক্রবার অভিযান পরিচালনা করে। এসময় ডাকাত দলের প্রধান আরিফ (২৫), আজগর আলী (২০), শাকিব (২০) আব্দুল খালেককে (৪৩) গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল, প্যান্ট (সেনাবাহিনীর পোশাক), ১০টি মোবাইলফোন, ১০টি সিম কার্ড এবং নগদ ১৩ হাজার টাকা জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‍্যাব জানতে পারে, গ্রেপ্তার হওয়া যুবকেরা দীর্ঘদিন ধরে ময়মনসিংহ জেলায় ভোজ্যতেলবাহী ট্রাক ও রঙিন লাইট ব্যবহারের মাধ্যমে গাড়ির গতিরোধ করে ভয়ভীতি দেখিয়ে ডাকাতি করে আসছিলেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

জেইউ/এমএইচএস

Link copied