যাত্রাবাড়ীতে জাল টাকার নোটসহ কারবারি গ্রেপ্তার

Dhaka Post Desk

জ্যেষ্ঠ প্রতিবেদক

২৮ আগস্ট ২০২২, ০৩:১৭ পিএম


যাত্রাবাড়ীতে জাল টাকার নোটসহ কারবারি গ্রেপ্তার

রাজধানীর যাত্রাবাড়ীতে ১ লাখ ৫০ হাজার টাকা সমমূল্যের জাল টাকাসহ এক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তার কারবারির নাম মো. লাভলু (৪৮)। 

রোববার (২৮ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-১০ এর সহকারী পরিচালক এএসপি এনায়েত কবির সোয়েব বলেন, রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন ধলপুর এলাকায় অভিযান পরিচালনা করে জাল নোটসহ লাভলুকে গ্রেপ্তার করা হয়। 

এসময় তার কাছ বিভিন্ন অংকের জালনোট জব্দ করা হয়।

গ্রেপ্তার লাভলুর জিজ্ঞাসাবাদে দেওয়া তথ্যের বরাতে র‍্যাবের এ কর্মকর্তা বলেন, তিনি জাল টাকা সরবরাহকারী চক্রের সক্রিয় সদস্য।  তিনি বেশ কিছুদিন ধরে রাজধানীর যাত্রাবাড়ীসহ ঢাকা শহরের বিভিন্ন গরুর হাট ও অন্যান্য বাজারে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে জাল টাকা সরবরাহ করে আসছিল। তার বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় নিয়মিত মামলা হয়েছে।

জেইউ/জেডএস

Link copied