বাস চালনার আড়ালে মাদক ব্যবসা

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে ১৩ হাজার ৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গ্রেপ্তাররা হলেন- মো. তারেক আজিজ (২৪) ও মো. মোবারক হাওলাদার ওরফে বাবু (৩৫)।
শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা পৌনে ৭টায় র্যাব ২-এর একটি দল রাজধানীর মোহাম্মদপুর থানাধীন কলেজগেট বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করে।
র্যাব ২ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মো. আবদুল্লাহ আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, মাদক ব্যবসায়ী চক্রের কিছু সদস্য ইয়াবার একটি বড় চালান নিয়ে কক্সবাজার থেকে রাজধানীর উদ্দেশে আসছে।
ওই সংবাদের ভিত্তিতে সন্ধ্যা পৌনে ৭টার দিকে র্যাব ২-এর একটি দল রাজধানীর মোহাম্মদপুর থানাধীন কলেজ গেইট বাস ঢাকা হেলথ কেয়ার হসপিটালের সামনে পাকা রাস্তার ওপরে চেকপোস্ট স্থাপন করে। লাল সবুজ নামে একটি যাত্রীবাহী বাস চেকপোস্টে এলে তল্লাশি চালিয়ে মাদক ব্যবসায়ী চক্রের সদস্য তারেক আজিজ ও মোবারক হাওলাদার ওরফে বাবুকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক অনুসন্ধান ও আসামীদের জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা মাদক পরিবহনের কথা স্বীকার করে এবং তাদের দেহ তল্লাশি করে পলিথিনে মোড়ানো ১৩ হাজার ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। মাদক পরিবহনে ব্যবহৃত বাসটিও জব্দ করা হয়। তারা একটি মাদক ব্যবসায়ী চক্রের সক্রিয় সদস্য। তাদের অন্য সহযোগীরা কক্সবাজার জেলার বিভিন্ন এলাকা দিয়ে অবৈধভাবে ইয়াবা দেশে নিয়ে আসেন। পরে ইয়াবার এসব চালান কৌশলে বিভিন্ন পরিবহনের মাধ্যমে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করেন।
আটক মোবারক হাওলাদার মূলত একজন বাসচালক। তবে এর আড়ালে দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা ও পরিবহনের সঙ্গে জড়িত। এর আগেও তিনি মাদকের চালান ঢাকাসহ অন্যান্য জেলায় সরবরাহ করার কথা স্বীকার করেছেন। গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া চলছে।
জেইউ/আরএইচ