বিসিপিএসের কাউন্সিলর নির্বাচিত হলেন ৮ চিকিৎসক

বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের (বিসিপিএস) কাউন্সিলর নির্বাচিত হয়েছেন দেশের স্বনামধন্য ৮ জন চিকিৎসক। শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় নির্বাচনের ফল ঘোষণা করা হয়। এর আগে সকাল নয়টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকাল ৫টায়। নির্বাচনে সারাদেশের প্রায় ৬ হাজারেরও বেশি সদস্য ভোট দেন।
নির্বাচিত কাউন্সিলররা হলেন, অধ্যাপক ডা. আবুল বাশার মুহাম্মদ জামাল, অধ্যাপক ডা. মো. আবিদ হোসাইন মোল্লা, অধ্যাপক ডা. মো. রিদওয়ানুর রহমান, অধ্যাপক ডা. খান আবুল কলাম আজাদ, অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া, অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ, অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান ও অধ্যাপক ডা. তাহমিনা বেগম।
নিয়ম অনুযায়ী, প্রত্যেক ভোটার ৮ জনকে ভোট দেন। নির্বাচনে সর্বোচ্চ সংখ্যক ভোটের ভিত্তিতে প্রথম ৮ জন কাউন্সিলর ৪ বছরের জন্য বিজয়ী হন। গত ২৪ জানুয়ারি কাউন্সিল নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়। মোট ৩৬ জন প্রার্থীর মধ্যে একজনের প্রার্থিতা বাতিল হয় ।
টিআই/আরএইচ