বেটউইনারের ৩ বাংলাদেশি এজেন্ট গ্রেপ্তার

অনলাইন গ্যাম্বলিং সাইট বেটউইনার ডট কম পরিচালনাকারী তিন বাংলাদেশি এজেন্টকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার রাতে দেশের বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করে সিআইডি।
সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. আজাদ রহমান ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তার হওয়া অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবিষয়ে বৃহস্পতিবার সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. রেজাউল মাসুদ সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানাবেন।
বেটউইনার একটি অনলাইন বেটিং বা জুয়ার সাইট যেখানে যে কেউ চাইলেই বেট ধরতে পারবে। তবে বাংলাদেশে অনলাইন জুয়ার বৈধতা নেই। সম্প্রতি বেটউইনারের অঙ্গপ্রতিষ্ঠান বেটউইনার নিউজের অ্যাম্বাসেডর হয়ে সমালোচনার মুখে পড়েন বাংলাদেশের টি২০ অধিনায়ক সাকিব আল হাসান।
এআর/এসকেডি