‘আলহামদুলিল্লাহ বাস ভাড়া অনেক কমেছে, আর ফাজলামি করবেন না প্লিজ’

Dhaka Post Desk

নিজস্ব প্রতিবেদক

৩১ আগস্ট ২০২২, ১১:১৫ পিএম


‘আলহামদুলিল্লাহ বাস ভাড়া অনেক কমেছে, আর ফাজলামি করবেন না প্লিজ’

জ্বালানি তেলের দাম পাঁচ টাকা কমায় দূরপাল্লা ও মহানগরে বাসে প্রতি কিলোমিটারের জন্য যাত্রীপ্রতি ভাড়া ৫ পয়সা কমিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) থেকে নতুন ভাড়া কার্যকর হবে।

বিআরটিএর এ সিদ্ধান্তের পরই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে চলছে সমালোচনার ঝড়। অনেকেই ফেসবুকে পোস্ট দিয়ে সরকারের এ সিদ্ধান্তের সমালোচনা করেছেন। অনেকে নিউজ সাইটে কমেন্ট করে প্রতিবাদ জানিয়েছেন।

ফেসবুকে নাসির আহমেদ নামের একজন পোস্ট দিয়ে লিখেছেন, ‘প্রতি ১০০ কিলোমিটারে বাস ভাড়া কমেছে ৫ টাকা। বলেন মারহাবা...’

আহক্বার মুহাম্মাদ ইলিয়াস নামের একজন লিখেছেন, ‘প্রতি কিলোমিটারে বাস ভাড়া পাঁচ পয়সা কমানো হয়েছে। তার মানে প্রতি বিশ কিলোমিটারে এক টাকা কমেছে। এগুলো জনগণের সাথে তামাশা ছাড়া আর কিছু নয়। লোডশেডিং, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ইত্যাদি সমস্যার কারণে যে কষ্ট হয় তারচেয়ে বেশি কষ্ট হয় আপনাদের এসব তামাশা দেখে। দোহাই লাগে আপনাদের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে না পারলে কমপক্ষে এসব তামাশা বন্ধ করুন। জনগণের কষ্ট কম হবে।’

মাজেদুল হাসান তপু নামের একজন লিখেছেন, ‘সারা দেশে কিলোমিটার প্রতি বাস ভাড়া কমানো হয়েছে পাঁচ পয়সা। এই হিসাব মতে ঢাকা-জামালপুরের দূরত্ব ১৭১ কিলোমিটার আর বাস  ভাড়া কমেছে ৮.৫৫ টাকা। বি. দ্র. টোটালি ভাড়া বাড়ছিল ১৫০, আগে ছিল ৩৫০ এখন ৫০০। তো এখন ৮.৫৫ টাকা কমিয়ে ৪৯১.৪৫ টাকা করার জন্য আমরা চিরকৃতজ্ঞ।’

মাহমুদুল হাসান নয়ন লিখেছেন, ‘বাসভাড়া কিলোমিটারে কমেছে ৫ পয়সা। এসি রুম বসে আর দামী প্রাইভেট গাড়িতে চড়েই এমন অদূরদর্শী ও হাস্যকর সিদ্ধান্ত নেওয়া সম্ভব।’

নয়নের পোস্টে রেজাউল ইসলাম কমেন্ট করেছেন, ‘১ টাকা বাঁচাইতে ২০ কি.মি. যাইতে হবে।’

আবদুর রাজ্জাক কমেন্ট করেছেন, ‘বাস ভাড়া সরকারি রেটের চেয়ে অনেক গুণ বেশি আছে। এগুলো দেখার কেউ নেই। পরিবহন একটা ব্যবসা। ব্যবসায়ীদের বাঁচিয়ে রাখতে হবে।’

ভাড়া কমানো নিয়ে সংবাদ প্রকাশ করেছে ঢাকা পোস্ট। ফেসবুকে নিউজের পোস্টারেও তির্যক মন্তব্য করেছেন সাধারণ মানুষ।

তৌহিদুল ইসলাম বাপ্পী কমেন্ট করেছেন, ‘আলহামদুলিল্লাহ অনেক কমছে এখন আমরা খুব খুশি...... আর ফাজলামি করবেন না প্লিজ।’

মোহন হোসেন কমেন্ট করেছেন, ‘দেশের এই পরিস্থিতিতে সরকার ৫ পয়সা ভাড়া কমিয়ে নজির সৃষ্টি করেছেন। এটাতো গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডস হবে।’

নুর হোসেন সোহাগ কমেন্ট করেছেন, ‘সরকারের উচিত জনসাধারণের সুবিধার্থে আবার ১ পয়সা ৫ পয়সার কয়েন চালু করা। নতুবা এই গাড়ী ভাড়া পরিশোধ করার কোনো পদ্ধতি নেই।’

তানভীর সিদ্দিকী কমেন্ট করেছেন, ‘৫/১০/২৫/৫০ পয়সার কয়েন তো উধাও বহু আগে! তাইলে কি আমরা বাস চড়তে পারমু না!’

এএজে/ওএফ

Link copied