সীমান্ত বিষয়ে পারস্পরিক সহযোগিতা জোরদারে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত

সুরক্ষা ও সীমান্ত সম্পর্কিত বিষয়ে পারস্পরিক সহযোগিতা আরও প্রসারিত এবং জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ ও ভারত। শনিবার (২৭ ফেব্রুয়ারি) দুই দেশের স্বরাষ্ট্র সচিব পর্যায়ের অনুষ্ঠিত ভার্চুয়াল বৈঠকে এ বিষয়ে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে দুই দেশ।
রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল বৈঠকে অংশ নেয়।
ভারতের পক্ষে বৈঠকে দেশটির স্বরাষ্ট্র সচিব অজয় কুমার ভাল্লা নেতৃত্ব দেন। এটি দুই দেশের স্বরাষ্ট্র সচিব পর্যায়ের ১৯তম বৈঠক ছিল।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবের একান্ত সচিব মোহাম্মদ মাহবুবুল আলম মজুমদার ঢাকা পোস্টকে বলেন, বেলা সাড়ে ১১টায় এ বৈঠক শুরু হয়ে চলে দুপুর সোয়া ১টা পর্যন্ত।
বৈঠক সূত্রে জানা গেছে, সুরক্ষা ও সীমান্ত সম্পর্কিত বিষয়ে পারস্পরিক সহযোগিতা আরও প্রসারিত ও জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন দুই দেশের সচিব।
গত বছরের ২৯ নভেম্বর দুই দেশের স্বরাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু করোনাভাইরাসের দ্বিতীয় পর্যায় শুরু হওয়ার কারণে বৈঠকটি সে সময় স্থগিত করা হয়।
এসএইচআর/জেডএস