ভাসানচর থেকে সাঁতারে সন্দ্বীপে ৪ রোহিঙ্গা

Dhaka Post Desk

নিজস্ব প্রতিবেদক

০৪ সেপ্টেম্বর ২০২২, ০৩:৩০ পিএম


ভাসানচর থেকে সাঁতারে সন্দ্বীপে ৪ রোহিঙ্গা

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মুছাপুর এলাকা থেকে চার রোহিঙ্গা যুবককে আটক করেছে পুলিশ। তারা জানিয়েছেন, নোয়াখালীর ভাসানচরের আশ্রয়কেন্দ্র থেকে সাঁতারে তারা সন্দ্বীপে চলে এসেছেন। 

স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে রোববার (৪ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে সন্দ্বীপ উপজেলার মুছাপুর ইউনিয়ন থেকে তাদের আটক করা হয়েছে। তারা হলেন— মো. জুবায়ের হোসেন, মো. রফিক , আজিজ মোল্লা ও মো. আজিজ।

ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম। তিনি বলেন, সন্দ্বীপের মুছাপুরের ৫নং ওয়ার্ড এলাকা থেকে চার রোহিঙ্গাকে আটক করে স্থানীয়রা পুলিশে দিয়েছে। 

তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, আজ ভাটার সময় ভাসানচর থেকে সাঁতরে সন্দ্বীপে চলে এসেছে।

ওসি বলেন, চার রোহিঙ্গাকে বর্তমানে আটক করে নিয়ে থানায় রাখা হয়েছে। তাদেরকে পুনরায় ভাসানচরের রোহিঙ্গা আশ্রয় শিবিরে ফেরত পাঠানো হবে বলেও জানান তিনি।

কেএম/ওএফ

Link copied