বনানী থেকে বিপুল এমডিএমএ-সিনথেটিক গাঁজা জব্ধ

Dhaka Post Desk

জ্যেষ্ঠ প্রতিবেদক

০৪ সেপ্টেম্বর ২০২২, ০৫:১২ পিএম


অডিও শুনুন

রাজধানীর বনানীর ১১ নম্বর রোডের একটি বিলাসবহুল ফ্ল্যাটে মাদকবিরোধী অভিযান পরিচালনা করছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

রোববার (৪ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রোর (উত্তর) সহকারী পরিচালক মো. মেহেদি হাসান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রোববার বিকেলে বনানীর এম ব্লকের ১১নং সড়কের ৭৭নং বাড়িতে অভিযান পরিচালনা করছে একটি দল। অভিযানে বিপুল পরিমাণে ফরেন লিকার, এমডিএমএ ও সিনথেটিক গাঁজা উদ্ধার করা হয়েছে। 

এ সময় সেলিম সাত্তার নামে একজনকে আটক করা হয়েছে। তিনি সুইজারল্যান্ড ও বাংলাদেশ দুই দেশের নাগরিক বলে জানা গেছে। তিনি জিএমজি গ্রুপভুক্ত সামাহ রেজর ব্লেডস ইন্ডাস্ট্রিয়াল কোম্পানি লিমিটেডের ডিরেক্টর।

অভিযান শেষে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

জেইউ/ওএফ

Link copied