ইটিপি না থাকায় চট্টগ্রামে হাইওয়ে সুইটসসহ ২ প্রতিষ্ঠানকে জরিমানা

Dhaka Post Desk

নিজস্ব প্রতিবেদক

০৫ সেপ্টেম্বর ২০২২, ০৭:০৫ পিএম


ইটিপি না থাকায় চট্টগ্রামে হাইওয়ে সুইটসসহ ২ প্রতিষ্ঠানকে জরিমানা

কারখানাসৃষ্ট তরল বর্জ্য পরিশোধনের জন্য তরল বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) স্থাপন ছাড়া কারখানা পরিচালনার দায়ে চট্টগ্রামের লালখান বাজারের ‘হাইওয়ে সুইটস’ নামের মিষ্টি জাতীয় খাদ্যদ্রব্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানকে ৫ লাখ ৩৬ হাজার ৪০০ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। 

সোমবার (৫ সেপ্টেম্বর) শুনানি শেষে এই জরিমানা করা হয়েছে। 

ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিচালক হিল্লোল বিশ্বাস।

তিনি বলেন, ইটিপি স্থাপন বাধ্যতামূলক হলেও আজ পর্যন্ত তা স্থাপন করা হয়নি হাইওয়ে সুইটসে। ফলে অপরিশোধিত তরল বর্জ্য নির্গমনের মাধ্যমে সংশ্লিষ্ট পরিবেশ ও প্রতিবেশ ব্যবস্থার মারাত্মক ক্ষতি হচ্ছে। যে কারণে তাদের উপর ক্ষতিপূরণ আরোপ করা হয়েছে।

এছাড়া ত্রুটিপূর্ণ ইটিপি পরিচালনার মাধ্যমে পরিবেশ ও প্রতিবেশ ব্যবস্থার মারাত্মক ক্ষতি করার দায়ে সাগরিকা রোডের মেসার্স আর্ক সি ফুড নামক অপর একটি শিল্প প্রতিষ্ঠানকে শুনানি শেষে ৬৪ হাজার টাকা ক্ষতিপূরণ আরোপ করা হয়েছে  

চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিচালক হিল্লোল বিশ্বাস বলেন, গত ২৯ আগস্ট চট্টগ্রাম মহানগর কার্যালয়ের সহকারী পরিচালক  হাছান আহম্মদ ও পরিদর্শক মো. সাখাওয়াত হোসাইনের সমন্বয়ে গঠিত একটি এনফোর্সমেন্ট টিম হাইওয়ে সুইটস পরিদর্শন করেন। পরিদর্শনে দেখা যায় কারখানাটির ইটিপি থাকলেও তা সঠিকভাবে পরিচালনা করা হচ্ছে না। পরে সেখান থেকে তরল বর্জ্যের নমুনা সংগ্রহ করা হয়। সংগৃহীত তরল বর্জ্য নমুনার ফল পর্যবেক্ষণ করে দেখা যায়, আউটলেট থেকে নির্গত তরলের মান পরিবেশ সংরক্ষণ বিধিমালা ১৯৯৭ অনুযায়ী গ্রহণযোগ্য মানমাত্রা অতিক্রম করেছে। ফলে অপরিশোধিত তরল বর্জ্য নির্গমনের মাধ্যমে সংশ্লিষ্ট পরিবেশ ও প্রতিবেশ ব্যবস্থার মারাত্মক ক্ষতিসাধন অব্যাহত থাকায় তাদেরকে জরিমানা করা হয়েছে। 

কেএম/জেডএস

Link copied