কারওয়ান বাজারে মার্কেটে আগুন

রাজধানীর কারওয়ান বাজারে একটি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২৭ ফেব্রুয়ারি) রাত ৯টা ৮ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে মোট ৮টি ইউনিট পাঠিয়েছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার মাহফুজ রিবেন জানান, কারওয়ান বাজারের হাসিনা মার্কেটে আগুন লাগার সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে প্রাথমিক দুটি ইউনিট পাঠানো হয়েছে। পরে মোট আটটি ইউনিট পাঠানো হয়েছে।
প্রাথমিকভাবে আগুনের কারণ ও হতাহতের তথ্য পাওয়া যায়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কর্মীরা কাজ করছেন।
জেইউ/জেডএস