পটিয়ায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

চট্টগ্রামের পটিয়ায় শান্তিরহাট এলাকায় ট্রাকচাপায় সাইফুল ইসলাম (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বুধবার (৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ ঘটনা ঘটে।
নিহত সাইফুল ইসলাম বোয়ালখালী উপজেলার পাঠান পাড়া গ্রামের ছিদ্দিক আহমেদের ছেলে।
বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন পটিয়া ক্রসিং হাইওয়ে থানার এটিএসআই মো. মজিবুর। তিনি বলেন, কক্সবাজারের দিক থেকে চট্টগ্রাম নগরীতে আসছিলেন সাইফুল। পথে শান্তিরহাট এলাকায় এসে হঠাৎ ব্রেক করলে সাইফুল ইসলাম মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে যান। এসময় কক্সবাজারমুখী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়েছে।
তিনি বলেন, ট্রাকটি জব্দ করা গেলেও চালক পলাতক রয়েছে।
কেএম/এসএম