আজ ১২ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায়

Dhaka Post Desk

জ্যেষ্ঠ প্রতিবেদক

০৮ সেপ্টেম্বর ২০২২, ০৭:১৯ এএম


আজ ১২ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায়

অডিও শুনুন

গ্যাস পাইপ লাইনের কাজের জন্য আজ (৮ সেপ্টেম্বর) রাজধানীর বিভিন্ন এলাকায় ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।

আরও পড়ুন: এলপিজির দামে কোনো নিয়ন্ত্রণ নেই, বেশি নেয়া হচ্ছে ২৩০ টাকা পর্যন্ত

জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত মোট ১২ ঘণ্টা রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাস থাকবে না। গ্যাস সরবরাহ বন্ধ থাকা এলাকাগুলোর মধ্যে বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত এভার কেয়ার হাসপাতাল, নর্থ, সাউথ বিশ্ববিদ্যালয় ও মার্কিন দূতাবাস এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

পাশাপাশি উত্তরা আবাসিক এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে। গ্রাহকদের সাময়িক এমন সমস্যার জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে।

এএসএস/এসএসএইচ

Link copied