১৭ পদে পদোন্নতি

ডিজি হলেন দুদকের ৩ পরিচালক

Dhaka Post Desk

জ্যেষ্ঠ প্রতিবেদক

০৮ সেপ্টেম্বর ২০২২, ০৩:১৪ পিএম


ডিজি হলেন দুদকের ৩ পরিচালক

আক্তার হোসেন, সৈয়দ ইকবাল হোসেন ও মীর জয়নুল আবেদীন শিবলী /ছবি- ঢাকা পোস্ট

মহাপরিচালক পদে পদোন্নতি পেয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) তিন পরিচালক।

মহাপরিচালক পদে পদোন্নতিপ্রাপ্তরা হলেন, আক্তার হোসেন, মীর জয়নুল আবেদীন শিবলী ও সৈয়দ ইকবাল হোসেন। এছাড়া পরিচালক পদে পদোন্নতি পেয়েছেন দুদকের ৬ উপ-পরিচালক ও নতুন ৮ উপ-পরিচালক হয়েছেন ৮ সহকারী পরিচালক।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) দুদক সচিব মো. মাহবুব হোসেন সই করা প্রজ্ঞাপন সূত্রে এসব তথ্য জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে দুদক কমিশনার (তদন্ত) মো. জহুরুল হক ঢাকা পোস্টকে বলেন, দুদকের ইতিহাসে এত পদোন্নতি কখনো দেওয়া হয়নি। এর মাধ্যমে দুদকের ভাবমূর্তি বাড়বে ও গতিশীলতা বৃদ্ধি পাবে।

dhakapost

পরিচালক হলেন যারা, এস এম সাহিদুর রহমান, মো. লুৎফর রহমান, মির্জা জাহিদুল আলম, মো. ফরিদ আহমেদ পাটোয়ারী, ঋত্বিক সাহা ও মো. মোশারফ হোসেইন মৃধা।

উপ-পরিচালক পদে পদোন্নতিপ্রাপ্তরা হলেন, শহীদুল আলম সরকার, মো. এ কে এম বজলুর রশীদ, সৈয়দ আতাউল কবীর, মো. শহীদুল ইসলাম মোড়ল, মো. হাফিজুর রহমান, মো. আমিনুল ইসলাম, মো. ফজলুল বারী ও এ কে এম ফজলে হোসেন।

মহাপরিচালক পদে পদোন্নতিপ্রাপ্তরা ১৯৯৫ সালে তৎকালীন দুর্নীতি দমন ব্যুরোতে জেলা দুর্নীতি দমন কর্মকর্তা হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ২০১৫ সালের নভেম্বর মাসে পরিচালক হিসেবে পদোন্নতি লাভ করেন।

আরএম/ওএফ/এসকেডি

Link copied