মুগদায় কিশোরের আত্মহত্যা

Dhaka Post Desk

ঢামেক প্রতিবেদক

১০ সেপ্টেম্বর ২০২২, ০৯:২৮ পিএম


মুগদায় কিশোরের আত্মহত্যা

রাজধানীর মুগদা থানাধীন মান্ডার বটতলা এলাকায় বাবা মার সঙ্গে অভিমান করে মো. শরীফ (১৩) নামে এক কিশোর আত্মহত্যা করেছে। শনিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।  

মুগদা থানার পুলিশের উপ-পরিদর্শক (এস আই) শাহ আব্দুল আজিজ ঢাকা পোস্টকে বলেন, আমরা খবর পেয়ে মুগদা হাসপাতাল থেকে ওই কিশোরের মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢামেক মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, শরীফের বাবার নাম বেলাল হোসেন পেশায় রিকশাচালক ও মা মনোয়ারা বেগম একটি হোটেলে চাকরি করেন। শরীফ একটি স্থানীয় স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। সে অত্যন্ত মেধাবী ছিল। মা-বাবা ঠিকমতো পড়াশোনার টাকা দিতে না পারায় অভিমানে সে কীটনাশক পান করে আত্মহত্যা করেছে বলে আমরা জানতে পেরেছি।

এসআই আরও জানান, মৃতের বাড়ি কুমিল্লা দেবীদ্বার থানায়। মুগদা থানার মান্ডা বটতলা এলাকার ১২৩২ নম্বর বাসায় পরিবারের সঙ্গে থাকত। ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। 

এসএএ/এসকেডি

Link copied