বিদেশ থেকে গম আসছে, সমস্যা হবে না : খাদ্যমন্ত্রী

Dhaka Post Desk

নিজস্ব প্রতিবেদক

১৩ সেপ্টেম্বর ২০২২, ০১:৪১ পিএম


বিদেশ থেকে গম আসছে, সমস্যা হবে না : খাদ্যমন্ত্রী

বিদেশ থেকে গম আসছে, এ নিয়ে কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। 

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ‌‘বিএসআরএফ সংলাপ’-এ অংশ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সংলাপে সভাপতিত্ব করেন বিএসআরএফের সভাপতি তপন বিশ্বাস, সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাসউদুল হক। শুভেচ্ছা বক্তব্য রাখেন সহ-সভাপতি মোতাহার হোসেন। 

খাদ্যমন্ত্রী বলেন, গমের সমস্যা হবে না, গম আসছে। জেলা পর্যায়ে ১ অক্টোবর থেকে প্রতি ডিলারকে ১ টন করে এটি দেওয়া শুরু করবো। এটা প্যাকেটজাত করা যায় কি না সে বিষয়ে চিন্তা করছি। 

এতে দাম একটু বেশি পড়বে, কিন্তু বাজার মূল্যের চেয়ে দাম অর্ধেক হবে উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, এর ফলে কালোবাজারি বন্ধ হবে বলে আশা করি। 

এসএইচআর/জেডএস

Link copied