নিরাপত্তারক্ষী হিরনের পরিবারের পাশে দুদক সার্ভিস অ্যাসোসিয়েশন

সদ্য প্রয়াত নিরাপত্তারক্ষী মো. হিরন মিয়ার পরিবারের প্রতি আর্থিক সহায়তা দিয়েছে দুদক সার্ভিস অ্যাসোসিয়েশন (ডুসা)।
বুধবার (১৪ সেপ্টেম্বর) দুদকের প্রধান কার্যালয়ে সকাল সাড়ে ১০টায় সংগঠনটির পক্ষ থেকে এক লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। পরিবারের পক্ষে তার বড় ছেলে মো. সাজ্জাদ হোসেন এ অনুদান গ্রহণ করেন।
এ সময় দুদক সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি উপ-পরিচালক মো. মশিউর রহমান, সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম, উপ-পরিচালক মো. জাহাঙ্গীর হোসেন, মো. রফিকুল ইসলাম ও মো. মাসুদুর রহমানসহ সংগঠনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নিরাপত্তারক্ষী মো. হিরন মিয়া গত ১১ সেপ্টেম্বর দিবাগত রাতে আগারগাঁওয়ের নিউরোসায়েন্স ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। দুদকের প্রধান কার্যালয়ে জানাজা শেষে তাকে ঢাকার আজিমপুর কবরস্থানে মরহুমের মায়ের কবরের পাশে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি এক ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। তার গ্রামের বাড়ি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার দেওভান্ডার গ্রামে।
হিরন মিয়ার ৩২ বছরের কর্মজীবনে তার ওপর অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করেছেন। তার পরিবারের যেকোনো সমস্যায় দুদক সার্ভিস অ্যাসোসিয়েশন তাদের পাশে থাকবে বলে প্রত্যয় ব্যক্ত করে।
আরএম/ওএফ