বাড়ি ভাড়া না বাড়ানোর দাবিতে মানববন্ধন

করোনাভাইরাস পরিস্থিতিতে নতুন বছরে বাড়ি ভাড়া না বাড়ানোর দাবি জানিয়েছে ভাড়াটিয়া পরিষদ। এছাড়া ভাড়াটিয়া উচ্ছেদ বন্ধের আহ্বান জানিয়েছে সংগঠনটি।
মঙ্গলবার (২২ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এসব দাবি জানানো হয়।
মানববন্ধনে সংগঠনটির সভাপতি বাহারানে সুলতান বাহার বলেন, নতুন বছর এলেই বাড়ি ভাড়া বাড়ানোর অলিখিত নিয়ম চালু রয়েছে। করোনায় সাধারণ ভাড়াটিয়ারা এমনিতেই দিশেহারা। মরার উপর খাড়ার ঘা হয়ে দেখা দিয়েছে ভাড়া বাড়ানোর নোটিশ।
তিনি আরও বলেন, করোনার প্রকোপে বেসরকারি চাকুরিজীবী ও ছোট ব্যবসায়ী ভাড়াটিয়ারা বিপদের সম্মুখীন হয়েছেন। এসময় বাড়ি ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত অমানবিক। এটা কাম্য নয়।
বাহারানে সুলতান বাড়ি ভাড়া না বাড়াতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। এছাড়া ভাড়াটিয়া উচ্ছেদ বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান তিনি।
মানববন্ধনে ভাড়াটিয়া পরিষদের কিরণ মৃধা, মাকসুদুর রহমান, দেলোয়ার আহমেদ জয়, সম্পদ কবির, লিপি আক্তার, অন্তর রহমান, আজম মোল্লা, আজাদ মোল্লা, শাহজাহান সিরাজ প্রমুখ উপস্থিত ছিলেন।
এইচএন/এসআরএস