করোনায় আক্রান্ত সিইসি

Dhaka Post Desk

জ্যেষ্ঠ প্রতিবেদক

১৫ সেপ্টেম্বর ২০২২, ০৩:২১ পিএম


করোনায় আক্রান্ত সিইসি

অডিও শুনুন

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সিইসির একান্ত সচিব রিয়াজউদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার রাত থেকে জ্বর ছিল সিইসির। আজ বৃহস্পতিবার সকালে তার করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে।

অসুস্থ থাকায় বুধবার সকালে নির্বাচন ভবনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা প্রকাশ অনুষ্ঠানে যোগ দিতে পারেননি সিইসি। তাকে ছাড়াই ভোট নিয়ে কর্মপরিকল্পনা প্রকাশ করে ইসি।

কর্মপরিকল্পনার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সিইসির অনুপস্থিতির প্রসঙ্গ টেনে নির্বাচন কমিশনার (ইসি) আহসান হাবিব খান বলেছিলেন, ‘আজ আমাকে এখানে প্রধান অতিথির ভাষণটা দিতে হবে। এটা আমরা সকালেই বুঝতে পারলাম।’

‘আমি ব্যক্তিগতভাবে সিইসির অনুপস্থিতিটা ফিল করছি। তার আশু রোগমুক্তির জন্য দোয়া করছি।’

গত ফেব্রুয়ারিতে দায়িত্ব নেয় কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। দায়িত্ব পাওয়ার সাড়ে ছয় মাসের মাথায় গতকাল দ্বাদশ সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা ঘোষণা করল তারা।

এসআর/এমএ

Link copied