চট্টগ্রামে ইভান খুনের ঘটনায় আরও ৩ জন গ্রেপ্তার

চট্টগ্রামের চেরাগী পাহাড় এলাকা থেকে আসকার বিন তারেক ওরফে ইভান হত্যা মামলায় জড়িত ৩ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি টিপ ছোরা জব্দ করা হয়েছে।
শুক্রবার (১৬ সেপ্টেম্বর) কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির এ তথ্য জানিয়েছেন।
গ্রেপ্তার তিনজন হলেন সজীব নাথ (১৯), সৌভিক পাল (২০) ও মো. শাখাওয়াত হোসেন (২০)।
জাহিদুল কবির বলেন, বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) রাতে চেরাগী পাহাড় ও আশেপাশের এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। পরে সজীব নাথের দেখানো মতে কোতোয়ালী থানার জামালখান বাইলেনের একটি নালার ভিতর থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি টিপ ছোরা জব্দ করা হয়।
তিনি বলেন, এই হত্যাকাণ্ডে জড়িত মোট ৬ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তার অভিযান অব্যাহত আছে।
উল্লেখ, গত ২২ এপ্রিল রাতে আসকার বিন তারেক ওরফে ইভান খুন হয়। তিনি কোতোয়ালি থানার এনায়েত বাজার এলাকার জমির উদ্দিন ম্যানসনের এসএম তারেকের ছেলে। বিএফ শাহিন কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিল।
ইভানের মৃত্যুর ঘটনায় তার বাবা এস এম তারেক বাদী হয়ে ৮ জনের নামে কোতোয়ালী থানায় হত্যা মামলা দায়ের করেন।
কেএম/এমএ