বাংলাদেশিদের জন্য চেন্নাইয়ের সিমস হাসপাতালের হেল্পলাইন নম্বর চালু

বাংলাদেশের রোগীদের সুবিধার্থে স্বল্পব্যয়ে অত্যাধুনিক রোবোটিক সার্জারির চিকিৎসার জন্য বাংলায় হেল্প লাইন চালু করেছে ভারতের চেন্নাইয়ের সিমস হাসপাতাল। এই হেল্প লাইনের মাধ্যমে বাংলাদেশের রোগীরা বাংলা ভাষায় ওই হাসপাতালে চিকিৎসা নেওয়ার বিষয়ে যোগাযোগ করতে পারবে।
রোববার (১৮ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিমস হাসপাতালের ইনস্টিটিউট অব রেনাল সাইন্স অ্যান্ড ট্রান্সপ্ল্যান্টেশনের ইউরোলজি বিভাগের পরিচালক ও সিনিয়র কনসালট্যান্ট ডা. মুধু ভিরামানি। হাসপাতালের রোবোটিক সার্জারি হেল্পলাইন নম্বরটি হচ্ছে +৮৮০১৯৬৬৬৩৮৬১০।
রোবোটিক সার্জারির সুবিধা তুলে ধরে সংবাদ সম্মেলনে ডা. মুধু ভিরামানি বলেন, রোবোটিক সার্জারির ফলে রোগীকে আগের তুলনায় আরও কম সময় হাসপাতালে থাকতে হবে, অস্বস্তি এবং বাধা আরো কম হবে, দ্রুত সময়ে আরোগ্য লাভ, কাটাছেড়া কিংবা দাগ নিয়ে পরিমাণ হবে আগের চেয়ে কম হবে এবং ভোগান্তিও হবে খুবই কম।
তিনি বলেন, রোবোটিক মিনিমাল অ্যাকসেস সার্জারিতে দক্ষ সার্জনের অভিজ্ঞতা ও অত্যাধুনিক কম্পিউটারের দক্ষতার সমন্বয় ঘটিয়ে সাধারণ এবং জটিল সব ধরনের সার্জারি আরও নিয়ন্ত্রিত, নির্ভুল ও নিখুঁতভাবে শেষ করা সম্ভব। আমি নিজেও প্রায় সহস্রাধিক রোগীকে এই প্রযুক্তির মাধ্যমে চিকিৎসা দিয়েছি নির্ভুলভাবে।
হাসপাতালটির বাংলাদেশ অপারেশনসে থাকা হেড অব বিজনেস ডেভেলপমেন্ট সুরাইয়া হাওলাদার বলেন, উন্নতমানের সিমস হাসপাতালের চিকিৎসা ব্যয় অন্যান্য হাসপাতালের তুলনায় অনেক কম। যা বাংলাদেশের মোটামুটি সব রোগীর পরিবারের পক্ষেই বহন করা সম্ভব হবে।
তিনি বলেন, বাংলাদেশি রোগীদের ভাষাগত সমস্যার কারণে বাংলা ভাষার এই হেল্প লাইন চালু করা হয়েছে। এই নম্বরে কল করে যেকোন চিকিৎসা বিষয়ে কথা বলতে পারবেন, ডাক্তারের সিরিয়াল নিতে পারবেন এবং প্রয়োজনে ভিসার জন্য ইনভাইটেশন পাঠানোর মতো সুবিধাও পাওয়া যাবে।
নির্ভুল ও সাশ্রয়ী চিকিৎসা সেবা নিশ্চিত করতে চেন্নাইয়ের সিমস হাসপাতালে রয়েছে ইউরোলজি, গাইনিকোলজি, সার্জিক্যাল গ্যাস্ট্রোএনট্রোলজি, সার্জিক্যাল অনকোলজি এবং জেনারেল সার্জারি খাতে প্রযোগ করা হচ্ছে রোবোটিক সার্জারি। ৩৪৫ শয্যার এ হাসপাতালে আরও আছে একাধিক-প্রত্যঙ্গ প্রতিস্থাপন সেবা। এছাড়া এক ছাদের নিচেই রয়েছে ১৫টি মড্যুলার অপারেশন থিয়েটার, ৩টি অত্যাধুনিক ক্যাথ ল্যাব, হেপা-ফিটারসমৃদ্ধ অত্যাধুনিক আইসিইউ এবং চিকিৎসা প্রযুক্তির সব ধরনের সুবিধা।
এমএইচএন/এসএম