রাষ্ট্রদূত জাহাঙ্গীরের সঙ্গে প্রধান তথ্য কমিশনারের সাক্ষাৎ

প্রধান তথ্য কমিশনার মরতুজা আহমদ উজবেকিস্তানের তাসখন্দে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জাহাঙ্গীর আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) তাসখন্দের বাংলাদেশ দূতাবাসে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাতে রাষ্ট্রদূত ঢাকা-তাসখন্দ সরাসরি বিমান যোগাযোগ, ঢাকায় উজবেক দূতাবাস স্থাপন এবং উজবেকিস্তানে যৌথ বিনিয়োগে সার কারখানা স্থাপনসহ উভয় দেশের মধ্যে ক্রমবর্ধমান দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের বিষয়ে প্রধান তথ্য কমিশনারকে অবহিত করেন।
সৌজন্য সাক্ষাতের পূর্বে প্রধান তথ্য কমিশনার দূতাবাসের বঙ্গবন্ধু কর্নারে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। এছাড়া তিনি দূতাবাসের জেনোসাইড কর্নার পরিদর্শন করেন।
এনআই/এসকেডি