হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের পরিচালক গাজী মিজানুর

বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের পরিচালক হয়েছেন একই অধিদপ্তরের সহকারী পরিচালক (পরিকল্পনা ও পরিবীক্ষণ) গাজী মিজানুর রহমান।
মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এতে বলা হয়, অবিলম্বে এই আদেশ কার্যকর হবে।
সর্বপ্রথম ১৯৭৭ সালে বাংলাদেশ হাওর উন্নয়ন বোর্ড গঠিত হয়। তবে ১৯৮২ সালে তৎকালীন সরকারের এক আদেশে তা বিলুপ্ত হয়। বর্তমান প্রধানমন্ত্রীর একান্ত ইচ্ছায় এক রিজলিউশনের মাধ্যমে ২০০০ সালে বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন বোর্ড পুনরায় গঠন করা হয়।
পরে ২০১৪ সালের ১৭ নভেম্বর মন্ত্রিসভায় এ বোর্ডকে পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীন হিসেবে গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। সব আনুষ্ঠানিকতা শেষে ২০১৬ সালের ২৪ জুলাই পানি সম্পদ মন্ত্রণালয় থেকে বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তর গঠনের প্রজ্ঞাপন জারি করা হয়।
এসএইচআর/এমএইচএস