ফুটপাত দখল করে গড়ে তোলা ৩০ দোকান উচ্ছেদ

রাজধানীর মৌলভীবাজারে ফুটপাত দখল করে গড়ে তোলা অস্থায়ী অবৈধ দোকানপাট উচ্ছেদ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৬ অক্টোবর) ডিএসসিসির সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনিরুজ্জামানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ফুটপাত দখল করে গড়ে তোলা ৩০টি অবৈধ অস্থায়ী দোকান উচ্ছেদ করা হয়। এছাড়াও সামনের ফুটপাতে মালামাল রেখে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করায় অভিযানে ১১টি দোকানকে ১১টি মামলায় ৫০ হাজার টাকা অর্থদণ্ড আরোপ ও জরিমানা আদায় করা হয়েছে। স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯ এর ৯২ ধারার ৭ উপধারায় এ জরিমানা করা হয়।
আরও পড়ুন : সড়কে বড়-বড় গর্ত, হেলেদুলে চলে গাড়ি
অভিযান প্রসঙ্গে করপোরেশনের সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, স্থায়ী হাটবাজারগুলোতে পথচারীদের চলাচলে যেন বিঘ্ন সৃষ্টি না হয় সেই লক্ষ্যে মেয়রের নির্দেশনার আলোকে আজ এ অভিযান পরিচালনা করা হয়েছে। এ ধরনের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।
অভিযানে অন্যদের মধ্যে ৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শেখ মোহাম্মদ আলমগীর উপস্থিত ছিলেন।
এএসএস/এসএসএইচ