২৪ ঘণ্টায়ও সন্ধান মেলেনি হালদায় নিখোঁজ আনাসের

চট্টগ্রামের হালদা নদীতে নেমে নিখোঁজ মুহাম্মদ আনাসের (১৪) সন্ধান এখনও মেলেনি। ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও শুক্রবার (৭ অক্টোবর) সন্ধ্যা ৬টা পর্যন্ত তার সন্ধান পায়নি ফায়ার সার্ভিস ও উপজেলা প্রশাসন।
এর আগে বৃহস্পতিবার (৬ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে হাটহাজারী উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের হালদা নদীর স্লুইস গেট এলাকায় ফুটবল আনতে নেমে পানিতে তলিয়ে যায় আনাস।
নিখোঁজ মুহাম্মদ আনাস গড়দুয়ার এলাকার মুহাম্মদ আবু তাহেরের ছেলে। সে হাটহাজারী উপজেলা একটি মাদরাসার ৮ম শ্রেণির ছাত্র বলে জানা গেছে।
আরও পড়ুন : চট্টগ্রামে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, আক্রান্ত ১৮
হাটহাজারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার শাহাজাহান ঢাকা পোস্টকে বলেন, বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে হালদা নদীর পাড়ে কয়েকজন কিশোর ফুটবল খেলছিল। হঠাৎ ফুটবলটি নদীতে পড়ে যায়। তখন তিন জন বলটি আনতে হালদা নদীতে ঝাপ দেয়। দুই জন ফিরে আসতে পারলেও আনাস তলিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একদল কর্মী হালদা নদীর ঘটনাস্থলে তল্লাশি অভিযান চালায়। পরে রাতে উদ্ধার অভিযান স্থগিত করা হয়।
তিনি বলেন, আজ সকালে নগরের আগ্রাবাদ ফায়ার স্টেশন থেকে আসা ডুবুরি দলকে নিয়ে আবারও উদ্ধার অভিযান পরিচালনা করা হয়েছে। কিন্তু সন্ধ্যা ৬টা পর্যন্ত তার কোনো হদিস মেলেনি। আজকের মতো অভিযান শেষ করা হয়েছে।
কেএম/এসএসএইচ