চট্টগ্রামে অপহরণের পর মুক্তিপণ আদায়ের ঘটনায় গ্রেপ্তার ৩

চট্টগ্রামে এক মাঝিকে অপহরণের পর মুক্তিপণ আদায়ের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ অক্টোবর) দিবাগত রাতে ফটিকছড়ি ও পতেঙ্গা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। শুক্রবার ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) মোমিনুল হাসান।
তিনি বলেন, ৪ অক্টোবর বেলা ১১টার দিকে পুরাতন ফিশারিঘাট এলাকা থেকে মাছ ধরার নৌকার মাঝি মো. কামরুল হোসেনকে অপহরণ করা হয়। অপহরণকারীরা মোবাইলে পরিবার ও নৌকার মালিকের কাছে দুই লাখ টাকা মুক্তিপণ চান। টাকা না দিলে প্রাণে মেরে ফেলার হুমকি দেন। পরে এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়।
এসআই মোমিনুল বলেন, মামলা দায়েরের পর ঘটনাস্থলের আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিদের শনাক্ত করা হয়। চট্টগ্রাম নগরের পতেঙ্গা, হাটহাজারী ও ফটিকছড়ি এলাকায় অভিযান চালিয়ে অপহরণের ঘটনায় জড়িত ছখিনা বেগম হাছিনা, মো. শাহজাহান জয় ও মোসা. কনা বেগমকে গ্রেপ্তার করা হয়েছে।
ফটিকছড়ির দুর্গম পাহাড়ি এলাকা থেকে ভুক্তভোগী মো. কামরুল হোসেনকে উদ্ধার করা হয়েছে। এ ছাড়া মুক্তিপণ হিসেবে বিকাশের মাধ্যমে নেওয়া দুই লাখ টাকা থেকে ৮২ হাজার ৪০০ টাকা উদ্ধার করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে অপহরণের একাধিক মামলা রয়েছে।
কেএম/আরএইচ