গতকাল আমার বাড়িতে রাত দেড়টার পর বিদ্যুৎ ছিল না : প্রতিমন্ত্রী

Dhaka Post Desk

নিজস্ব প্রতিবেদক

১১ অক্টোবর ২০২২, ০৫:২১ পিএম


গতকাল আমার বাড়িতে রাত দেড়টার পর বিদ্যুৎ ছিল না :  প্রতিমন্ত্রী

অডিও শুনুন

লোডশেডিং থেকে মন্ত্রিসভার সদস্যরাও রেহাই পাচ্ছেন না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। 

তিনি বলেন, লোডশেডিংয়ের কারণে সবার কষ্ট হচ্ছে। গতকাল আমার বাড়িতে রাত দেড়টার পর বিদ্যুৎ ছিল না। সবাই ধৈর্য ধরুন, এটা একটা বিশেষ পরিস্থিতি। সামনের বছর আরও খারাপের দিকে যেতে পারে। বিশ্বব্যাপী খাদ্যের অভাব দেখা দিতে পারে। এটা আমাদের কথা নয়, জাতিসংঘের কথা।

মঙ্গলবার (১১ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

নসরুল হামিদ বলেন, জ্বালানি ঠিক মতো না পেলে এটা (লোডশেডিং) ম্যানেজ করা সম্ভব নয়। জ্বালানি পাওয়ার জন্য অতিরিক্ত অর্থ দরকার, সেই পরিমাণ অর্থ আমাদের কাছে নেই। সেই পরিমাণ অর্থ নিয়ে যদি ডলার কিনতে চাই, তবে ডলারের ওপর চাপ সৃষ্টি হবে। সেখানে আমরা কন্ট্রোলে আছি।

বিদ্যুৎ সাশ্রয়ে অফিস সময় পরিবর্তন করা হলো। এখন আরও বেশি লোডশেডিং হচ্ছে। সবকিছু মিলিয়ে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার মনে হয় খারাপের দিকে যাচ্ছে, তবে বেশি খারাপের দিকে যাচ্ছে না। 

প্রতিমন্ত্রী আরও বলেন, আমাদের ধারণা ছিল অক্টোবরের দিকে বিদ্যুতের চাহিদা কমে আসবে। কারণ তখন আবহাওয়া ঠান্ডা হয়ে যাবে। কমের মধ্যে আমরা এটা ম্যানেজ করতে পারব। এছাড়া আমরা জ্বালানি আনতে পারছি না, আমাদের বিদ্যুৎকেন্দ্র বসে আছে।

তাপমাত্রা কমলে চাহিদা কমে যাবে উল্লেখ করে তিনি বলেন, চাহিদা কমলে বিদ্যুৎ ম্যানেজ করতে পারব।

এসএইচআর/এসকেডি

Link copied