গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণ : মৃতের সংখ্যা বেড়ে ৩

গাজীপুর মহানগরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বড়বাড়ি এলাকায় ফিলিং স্টেশনে সিলিন্ডারবাহী গাড়িতে আগুনের ঘটনায় দগ্ধ মো. আল-আমিন (৩০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিনজনে।
মঙ্গলবার (১৮ অক্টোবর) সকাল পৌনে ৮টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান আল-আমিন।
বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন।
তিনি ঢাকা পোস্টকে বলেন, সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় গাজীপুর থেকে দগ্ধ পাঁচ জন আমাদের এখানে এসেছিলেন। আজ সকালে আল-আমিন নামে একজনের মৃত্যু হয়েছে। তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। তার শরীরের ৫০ শতাংশ দগ্ধ হয়েছিল।
এর আগে আরও দুইজনের মৃত্যু হয়। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে।
এসএএ/এমএইচএস