জিপিএইচ ইস্পাত কারখানায় ট্রাকচাপায় নিরাপত্তা কর্মী নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ডে জিপিএইচ ইস্পাত কারখানায় ট্রাকচাপায় এক নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন। একই ঘটনায় আরেক নিরাপত্তাকর্মী গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (১৮ অক্টোবর) দুপুরে চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া এলাকায় জিপিএইচ ইস্পাতের ওয়্যারহাউজে এ ঘটনা ঘটে।
নিহত নিরাপত্তা কর্মী বরণ কুমার চাকমা খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার বাসিন্দা। একই ঘটনায় মিল্লাত হোসেন নামে আরেক নিরাপত্তা কর্মীর পা বিচ্ছিন্ন হয়ে গেছে। গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন সীতাকুণ্ড থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন বণিক। তিনি বলেন, কারখানার ভেতরে একটি ট্রাক পার্কিংয়ের সময় ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হয়ে একজন মারা গেছে বলে আমরা জানতে পেরেছি।
কেএম/এনএফ