খাতুনগঞ্জে ছুরিকাঘাতে আহত শ্রমিকের মৃত্যু, কর্মবিরতি

চট্টগ্রামের খাতুনগঞ্জে ছুরিকাঘাতে আহত শ্রমিক মো. মাসুদ (৪১) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার (১৯ অক্টোবর) ভোরে তিনি মারা যান।
চট্টগ্রামের কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, খাতুনগঞ্জে সোমবার ছুরিকাঘাতে আহত শ্রমিক মাসুদ চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। তাকে ছুরিকাঘাতের ঘটনায় জড়িত কাউকে এখনও গ্রেপ্তার করা যায়নি। তবে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় মঙ্গলবার রাতে একজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতপরিচয় কয়েকজনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে।
এদিকে আহত শ্রমিক মাসুদ মারা যাওয়ার সংবাদে চট্টগ্রামের খাতুনগঞ্জে আবারও ট্রাকে পণ্য ওঠানামা বন্ধ রেখে বিক্ষোভ করছেন শ্রমিকরা। বুধবার সকাল থেকে থেকে পণ্য ওঠানামা বন্ধ রেখেছেন তারা। এই সময় নিহত শ্রমিক মাসুদের খুনিদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তারা।
খাতুনগঞ্জ আড়তদার সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন ঢাকা পোস্টকে বলেন, ছুরিকাঘাতে আহত শ্রমিক আজ ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এরপর সকাল থেকে শ্রমকিরা কর্মবিরতি পালন করছেন। তাদের কর্মবিরতির কারণে পণ্য ওঠানামা বন্ধ রয়েছে। পুলিশকে অনুরোধ করবো ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনার জন্য। শ্রমিকরা রাস্তার মধ্যে ভ্যান রেখে বিক্ষোভ মিছিল করছেন। তাদের কর্মবিরতির কারণে ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়বেন।
কর্মবিরতি পালন করা কামাল হোসেন নামের এক শ্রমিক বলেন, বিনা কারণে আমাদের শ্রমিক ভাইকে ছুরি মেরে হত্যা করা হয়েছে। খুনিদের গ্রেপ্তারের দাবিতে আমরা কাজ বন্ধ রেখেছি। আমাদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানাচ্ছি।
গত সোমবার খাতুনগঞ্জের চান মিয়া গলিতে মো. মাসুদ নামে এক শ্রমিকের সঙ্গে এক পিকআপ চালকের কথা কাটাকাটি হয়। সন্ধ্যার দিকে পিকআপ চালকরা কিছু সন্ত্রাসী নিয়ে এসে মাসুদকে ছুরিকাঘাত করে। এরপর তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনার পর মঙ্গলবার ৯ ঘণ্টা কর্মবিরতি পালন করেন শ্রমিকরা।
কেএম/জেডএস