হাংরিনাকি কিনেছে দারাজ, আজ আনুষ্ঠানিক ঘোষণা

দেশের প্রথম অনলাইনে খাবার অর্ডার ও ডেলিভারির প্লাটফর্ম প্রতিষ্ঠান হাংরিনাকি বিক্রি হয়ে গেছে। আন্তর্জাতিক ই-কমার্স ভিত্তিক প্রতিষ্ঠান আলিবাবার অঙ্গ প্রতিষ্ঠান দারাজ কিনে নিয়েছে দেশের তরুণ উদ্যোক্তাদের গড়ে তোলা হাংরিনাকি।
একাধিক সূত্র ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছে। তবে হাংরিনাকি ও দারাজের পক্ষ থেকে বলা হচ্ছে, বৃহস্পতিবার (৪ মার্চ) দুপুরে বিষয়টি নিয়ে তারা আনুষ্ঠানিকভাবে কথা বলবে।
বুধবার (৩ মার্চ) রাতে হাংরিনাকি প্রতিষ্ঠানের উপপ্রধান নির্বাহী কর্মকর্তা ইব্রাহিম বিন মহিউদ্দীনের কাছে জানতে চাইলে এ বিষয়ে কথা বলতে রাজি হননি। তিনি বলেন, ‘বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য তুলে ধরব।’
বুধবার রাতে দারাজের জনসংযোগ ব্যবস্থাপক সায়ন্তনী তৃষা ঢাকা পোস্টকে বলেন, ‘এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হবে। কিছু কিছু গণমাধ্যমে যেসব তথ্য দিয়ে সংবাদ পরিবেশন করা হয়েছে তা সঠিক নয়। এর বেশি কিছু বলতে চাচ্ছি না। বৃহস্পতিবারই পুরো বিষয়টি জানতে পারবেন।’
এদিকে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে হাংরিনাকি ও দারাজের পক্ষ থেকে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। মূলত এ সংবাদ সম্মেলন থেকেই বিষয়টি আনুষ্ঠানিকভাবে তুলে ধরবেন সংশ্লিষ্টরা। এতে ই-কমার্স ব্যবসা নিয়েও নানা মত তুলে ধরবেন উদ্যোক্তারা।
কত টাকা মূল্যে বিক্রি হলো হাংরিনাকি এর উত্তরও জানা যাবে এ সংবাদ সম্মেলনে। এছাড়া বিভিন্ন বিষয়ে প্রশ্নের উত্তর দিবেন হাংরিনাকি-এর সংশ্লিষ্টরা। দারাজের পক্ষ থেকেও তাদের অবস্থান তুলে ধরা হবে।
গত বছর থেকেই শোনা যাচ্ছিল আলিবাবা হাংরিনাকি কে কিনতে চায়। সেই সময়ে সংশ্লিষ্টরা বলছিলেন যে, আলোচনা একেবারেই প্রাথমিক পর্যায়ে রয়েছে। চূড়ান্ত হলে জানানো হবে।
প্রসঙ্গত, বাংলাদেশে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে হাংরিনাকি ২০১৩ সালে। চার তরুণ ইব্রাহিম বিন মহিউদ্দিন, তৌসিফ আহমেদ, সাজিদ রহমান ও আহমাদ এডি প্রতিষ্ঠানটির উদ্যোক্তা হিসেবে কাজ শুরু করেন। এদের মধ্যে তৌসিফ আহমেদ মারা গেছেন আর প্রতিষ্ঠান ছেড়ে গেছেন সাজিদ রহমান। এখন সিইও আহমাদ এডি ও ডেপুটি সিইও ইব্রাহিম বিন মহিউদ্দিন দায়িত্ব পালন করছেন।
একে/ওএফ