যাত্রাবাড়ীতে গলায় ফাঁস দিয়ে মাদ্রাসা ছাত্রীর মৃত্যু

রাজধানীর যাত্রাবাড়ী থানার মাতুয়াইল এলাকায় গলায় ফাঁস দিয়ে জেরিন আক্তার (১৬) নামে এক মাদ্রাসা ছাত্রীর মৃত্যু হয়েছে।
রোববার (২৩ অক্টোবর) বিকেল ৫টার সময় এ ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে এলে সন্ধ্যা ৭টায় চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মৃত জেরিন আক্তারের ফুফাতো ভাই মিরাজুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, আমি খবর পেয়ে তাকে বাসা থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। আনার পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, জেরিন মাতুয়াইল ইসলামিয়া মাদ্রাসার অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। তার মা জানিয়েছেন কোনো কারণ ছাড়াই সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। কারও সঙ্গে কোনো সম্পর্ক ছিল কিনা বা ঝগড়া হয়েছিল কিনা সেবিষয়ে তার মা জানিয়েছেন এরকম কোনো ঘটনা ঘটেনি।
এ বিষয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, মরদেহটি হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি যাত্রাবাড়ী থানাকে জানানো হয়েছে।
এসএএ/এমএ