চট্টগ্রাম বিআরটিএতে অভিযান : এক দালালের কারাদণ্ড 

Dhaka Post Desk

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম

২৪ অক্টোবর ২০২২, ০৭:১৮ পিএম


চট্টগ্রাম বিআরটিএতে অভিযান : এক দালালের কারাদণ্ড 

চট্টগ্রাম বিআরটিএতে ড্রাইভিং লাইসেন্সের ফিল্ড টেস্ট চলাকালে মো. সেকেন্দার অনিক নামে এক দালালকে আটক করে ১ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৪ অক্টোবর) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট  প্রতীক দত্ত এ দণ্ড দেন। 

জানা গেছে, অভিযুক্ত অনিককে আটকের পর জিজ্ঞাসাবাদ করা হলে প্রথমে ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষার্থী হিসেবে পরিচয় দেন। কিন্তু তার বিপরীতে কোন ধরনের বৈধ কাগজপত্র দেখাতে পারেননি।

তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, সেবা প্রার্থীদের বিভিন্নভাবে হয়রানির। এছাড়াও চট্টগ্রাম বিআরটিএর সহকারী মোটরযান পরিদর্শক আবু নাঈমকে অবৈধ তদবির, প্রলোভন এবং বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে সরকারি দায়িত্ব পালনে বাধার সৃষ্টি করার অভিযোগ রয়েছে। অভিযোগ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে একমাস বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।    

বিআরটিএর মোটরযান পরিদর্শক মো. ফারুক হোসেন বলেন, দালালদের উৎপাতে আমরা অতিষ্ঠ। মাঝে মধ্যে এ রকম অভিযান পরিচালনা করা হলে সেবা প্রার্থী ও আমরা উপকৃত হব।

এ বিষয়ে চট্টগ্রাম জেলা প্রশাসক মো. মমিনুর রহমান বলেন, জনস্বার্থে আমাদের অভিযান অব্যাহত থাকবে।  

এসকেডি 

Link copied