রাজধানীতে ড্রাম ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

রাজধানীর তিনশ ফিট এলাকায় ড্রাম ট্রাকের চাপায় আসিফ আব্দুল্লাহ হেলাল (৪২) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ মার্চ) ভোর সাড়ে ৫টায় এ দুর্ঘটনা ঘটে। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় খিলক্ষেত থানা পুলিশ।
নিহতের ছোট বোন নাসরিন আক্তার মৌসুমি ঢাকা পোস্টকে বলেন, তিনি সৌদি আরবে থাকতেন। কয়েক মাস আগে দেশে ফিরে একটি সিজিউরিটি কোম্পানিতে চাকরি নেন। আজ ভাইয়ের নাইট ডিউটি ছিল। ডিউটি শেষ করার আগে ৩শ ফিট পুলিশ হাউজিংয়ের পাশে মোটরসাইকেল দাঁড় করিয়ে ফোনে কথা বলছিলেন। পরে একটি ড্রাম ট্রাক ব্যাক গিয়ার দিয়ে আমার ভাইকে চাপা দেয়। তিনি ঘটনাস্থলেই মারা যান। তার ১৫ বছরের একটি ছেলে রয়েছে।
৭১ সিজিউরিটি ফোর্স লিমিটেডের অপারেশন ম্যানেজার নূর ইসলাম সবুজ বলেন, হেলাল ভাইয়ের নাইট ডিউটি ছিল। ভোরেও আমার সঙ্গে কথা হলো, কিছুক্ষণ পরই শুনি হেলাল ভাইকে ড্রাম ট্রাক চাপা দিয়েছে। তার বাড়ি বরিশাল জেলার হিজলা থানার মাইক খোলা গ্রামে।
খিলক্ষেত থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শামিমুল ইসলাম ঢাকা পোস্টকে জানান, নিহত হেলাল খিলক্ষেত এলাকার ৩শ ফিটে অবস্থিত ৭১ সিকিউরিটির ইনচার্জ ছিলেন। সেখানেই থাকতেন। ভোর সাড়ে ৫টার দিকে ৩শ ফিট পুলিশ হাউজিংয়ের পাশে মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে ফোনে সিকিউরিটি কোম্পানির একজনের সঙ্গে কথা বলছিলেন তিনি। এ সময় একটি ড্রাম ট্রাক মোটরসাইকেলসহ হেলালকে চাপা দেয়, এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ঢামেক/এসএসএইচ