পুলিশ পরিবারের মেধাবীদের পড়াশোনায় মার্কেন্টাইল ব্যাংকের অনুদান

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সদস্যদের পরিবারের মেধাবী সন্তানদের উচ্চ শিক্ষা গ্রহণ ও শিক্ষা সহায়তা হিসেবে ডিএমপির শিক্ষাবৃত্তি তহবিলে সাত লাখ ৮০ হাজার টাকা অনুদান দিয়েছে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড।
বৃহস্পতিবার (৪ মার্চ) বেলা সাড়ে ১১টায় ডিএমপি সদরদপ্তরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই অনুদানের চেক গ্রহণ করেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) কৃষ্ণ পদ রায়।
মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের পক্ষ থেকে চেক হস্তান্তর করেন মার্কেন্টাইল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও মো. কামরুল ইসলাম চৌধুরী।
মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের এই আর্থিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে কৃষ্ণ পদ রায় বলেন, এমন একটি মহৎ কাজের জন্য ডিএমপি ও মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড দুই সংস্থা একসঙ্গে হয়েছি। ডিএমপির একটি নিজস্ব শিক্ষাবৃত্তি প্রকল্প রয়েছে। মার্কেন্টাইল ব্যাংক ডিএমপির এ শিক্ষাবৃত্তি প্রকল্পকে সমৃদ্ধ করেছে এবং তারাও নিজ উদ্যোগে কাজ করছে।
তিনি বলেন, ব্যাংকের প্রতিষ্ঠাতা উদ্যোক্তা প্রয়াত মোহাম্মদ আব্দুল জলিল (সাবেক এমপি) তিনি শুধু মুক্তিযোদ্ধাই ছিলেন না। মুক্তিযুদ্ধে তার অবদান ছিল অনস্বীকার্য। সামাজিক ও মানবিক দায়িত্ব হিসেবে ধারাবাহিকভাবে ডিএমপিকে মার্কেন্টাইল ব্যাংক সহযোগিতা করছে। মার্কেন্টাইল ব্যাংকের এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। তারা আমাদের ভালোকাজের সঙ্গে আগেও ছিল এবং ভবিষতে থাকবে বলে বিশ্বাস করি।
পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, এই শিক্ষাবৃত্তি আমাদের পুলিশ সদস্যদের সন্তানদের লেখাপড়ার সহায়তা করছে। মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের এই সহযোগিতার জন্য পরিচালনা পর্ষদকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।
মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের এমডি ও সিইও মো. কামাল হোসেন বলেন, সমাজের কল্যাণে আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে। ব্যাংকের প্রতিষ্ঠাতা প্রয়াত আব্দুল জলিলের উদ্দেশ্য ছিল সাধারণ মানুষের পাশে থাকা। তারই প্রতিফলন হিসেবে এই মহতি উদ্যোগ। মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দিয়ে সামনের দিকে এগিয়ে নেওয়াটা মহৎ কাজ। আমরা এই কাজে সব সময় আপনাদের পাশে আছি।
এ সময় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা ও মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেইউ/এফআর