৫০ কেজি গাঁজাসহ বিমানবন্দরে কারবারি আটক

রাজধানীর বিমানবন্দর থানা এলাকায় অভিযান চালিয়ে মনিন্দ চন্দ্র সরকার (৫০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে করেছে র্যাপিড একশন ব্যাটালিয়ন (র্যাব)। এসময় তার কাছে ৫০ কেজি গাঁজা জব্দ করা হয়।
র্যাব-১ এর সহকারী পরিচালক (অপস্ অফিসার) সহকারী পুলিশ সুপার নোমান আহমদ জানান, রোববার (৩০ অক্টোবর) খবর আসে, হবিগঞ্জ থেকে কয়েকজন কারবারি অবৈধ মাদকের একটা বড় চালান নিয়ে ঢাকার দিকে আসছে। ওই তথ্যের ভিত্তিতে দুপুর আড়াইটার দিকে বিমানবন্দর রেলওয়ে স্টেশনের পাশে অভিযান চালিয়ে মনিন্দ চন্দ্র সরকারকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের বরাত দিয়ে এএসপি নোমান বলেন, তারা দীর্ঘদিন ধরে হবিগঞ্জ জেলা থেকে দেশের বিভিন্ন প্রান্তে গাঁজা ক্রয়-বিক্রয় করে আসছে। সুকৌশলে গণপরিবহনে যাত্রীবেশে ব্যবসায়িক মালামাল পরিবহনের নামে অবৈধ গাঁজা পরিবহন করে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করত।
আটকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও তিনি জানান।
জেইউ/এমএইচএস