ভেজাল খাদ্যদ্রব্য তৈরি-বিক্রি : তিন প্রতিষ্ঠানকে জরিমানা

ভেজাল ও মেয়াদোত্তীর্ণ খাদ্যদ্রব্য বিক্রির অভিযোগে ঢাকার কেরানীগঞ্জে অভিযান চালিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। অভিযানে সোয়া চার লাখ টাকা জরিমানা ও একটি কারখানা সিলগালা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৩ মার্চ) বিকেল থেকে রাত পর্যন্ত র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আক্তারুজ্জামান র্যাব-১০ এর সহায়তায় ঢাকার কেরানীগঞ্জ মডেল থানা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এনায়েত কবীর সোয়েব জানান, অভিযানে ভ্রাম্যমাণ আদালত ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানা এলাকায় মেয়াদোত্তীর্ণ ও ভেজাল খাবার উৎপাদন, মজুদ ও বিক্রির দায়ে চারটি কারখানাকে ৪ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে ১৮০০ কেজি মেয়াদোত্তীর্ণ খাবার ধ্বংস করা হয়। সেইসঙ্গে ভেজাল খাবার উৎপাদন করা প্রতিষ্ঠানের একটি কারখানা সিলগালা করা হয়।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, অসাধু ব্যবসায়ী চক্র দীর্ঘদিন ধরে দেশি-বিদেশি বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের মোড়ক ব্যবহার করে অনুমোদনহীন ভেজাল খাবার উৎপাদন, মজুদ ও বাজারজাত করে আসছিল।
অন্যদিকে রাজধানীর কোতয়ালীতে বিশেষ অভিযানে ২৬ হাজার ৯২ পিস বিক্রি নিষিদ্ধ সরকারি ও বিদেশি ওষুধসহ ত্রীদেব কুমার সরকার ওরফে অপু (৩৯) নামে একজনকে গ্রেফতার করেছে র্যাব-১০। বুধবার রাতে র্যাব-১০ এর একটি দল রাজধানীর কোতয়ালী থানাধীন ১৬ নম্বর আকমল খান রোড এলাকায় একটি অভিযান পরিচালনা করে আনুমানিক ৭ লাখ টাকা মূল্যের ওষুধসহ তাকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে দুটি মোবাইল ফোন ও নগদ ১৩ হাজার টাকা জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতার অপু পেশাদার ওষুধ কালোবাজারী চক্রের সদস্য। তিনি দীর্ঘদিন যাবত অবৈধভাবে বিভিন্ন বিদেশি কোম্পানির ওষুধ ও বিক্রি নিষিদ্ধ সরকারি ওষুধ কালোবাজারী ও চোরাচালানের মাধ্যমে সংগ্রহ করে ঢাকাসহ আশপাশের এলাকার বিভিন্ন দোকানে সরবরাহ করে আসছিল। গ্রেফতারের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় বিশেষ ক্ষমতা আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
জেইউ/এসএসএইচ