অবসরে যাচ্ছেন জনপ্রশাসনের সিনিয়র সচিব

অবসরে যাচ্ছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কে এম আলী আজম। আগামী ২ অক্টোবর থেকে অবসরে যাচ্ছেন তিনি। সোমবার (৩১ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কে এম আলী আজমকে সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সনের ৫৭ নং আইন) এর ধারা ৪৩ (১) (ক) অনুযায়ী ২ অক্টোবর থেকে সরকারি চাকরি থেকে অবসর দেওয়া হলো।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, তার অনুকূলে ১৮ (আঠারো) মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ লাম্পগ্রান্টসহ ৩ অক্টোবর থেকে আগামী বছরের ২ অক্টোবর পর্যন্ত ১ বছরের অবসর-উত্তর ছুটি (পি আর এল ) মঞ্জুর করা হলো। তিনি বিধি অনুযায়ী অবসর ও অবসর-উত্তর ছুটিকালীন সুবিধাদি প্রাপ্য হবেন।
এসএইচআর/আরএইচ