স্মার্ট সিটি গড়তে ডিএনসিসির সঙ্গে কাজ করতে চায় ডিসিসিআই

স্মার্ট সিটি গড়ে তোলা এবং নাগরিক সেবা সহজ করার লক্ষ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সঙ্গে গবেষণা ও উন্নয়নে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)।
বৃহস্পতিবার (৪ মার্চ) গুলশানের নগরভবনে ডিসিসিআই-এর সভাপতি রিজওয়ান রাহমান ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করে এ কথা জানান।
রিজওয়ান রাহমানের এমন প্রস্তাবের পর মেয়র মো. আতিকুল ইসলামের বলেন, স্মার্ট সিটি গড়ে তোলা এবং নাগরিক সেবা সহজ করতে ডিএনসিসি ইতোমধ্যে ঢাকা উত্তরে ৪৬ হাজারের বেশি এলইডি বাতি স্থাপন করছে। নাগরিক সেবা সম্পর্কিত অভিযোগ সমাধানে ‘সবার ঢাকা’ অ্যাপ চালু করা হয়েছে। আগামী দুই মাসের মধ্যে হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্সের অটোমেশন করা হবে।
তিনি আরও বলেন, এর ফলে সেবা এক দিকে যেমন হাতের মুঠোয় চলে আসবে, অন্যদিকে ‘ইজ অব বিজনেস’ও এগিয়ে যাবে। মশকনিধনসহ অন্যান্য সেবা আরও সহজে কার্যকরভাবে প্রদান করার জন্য ডিএনসিসির প্রচেষ্টা অব্যাহত আছে। শহরকে এগিয়ে নিতে হলে ‘রিচার্স অ্যান্ড ডেভেলোপমেন্ট’এর বিকল্প নেই। তাই গবেষণা ও উন্নয়নে ডিএনসিসি ও ডিসিসিআই একসঙ্গে কাজ করতে পারে।
ডিএনসিসির প্রধান রাজস্ব কর্মকর্তা মো. আবদুল হামিদ মিয়া এ সময় উপস্থিত ছিলেন।
এএসএস/এফআর