দ. কোরিয়ায় বঙ্গবন্ধুকে নিয়ে বই ‘ফাদার অব দ্য নেশন’ প্রদর্শিত

দক্ষিণ কোরিয়ার পাবলিক ব্রডকাস্টিং স্টেশন কেবিএসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘ফাদার অব দ্য নেশন : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ বইটি প্রদর্শিত হয়েছে।
গত ২১ অক্টোবর কেবিএস ওয়ানটিভিতে বঙ্গবন্ধুর আত্মজীবনী ‘দ্য আনফিনিশড মেমোরিস’ এবং অফিসিয়াল জীবনী ‘বঙ্গবন্ধু : দ্য পিপলস হিরো’ উপস্থাপন করা হয়। সেটি 'রিডিং কালচার ইন ইয়াং কোরিয়ানস' শিরোনামের একটি বিশেষ ডকুমেন্টারির মাধ্যমে কোরিয়ান ভাষায় অনুবাদ করার পর প্রকাশিত হয়।
অনুষ্ঠানে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে সিউলের লোটে হোটেলে অনুষ্ঠিত ‘দ্য আনফিনিশড মেমোরিস’ বইয়ের উদ্বোধনী অনুষ্ঠানের একটি দৃশ্য প্রচার করা হয়। সেই তথ্যচিত্রে এই বইগুলো বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে দক্ষিণ কোরিয়ায় পরিচিত লাভে কাজ করছে বলে ব্যাখ্যা করা হয়।
মোরা-আল এলএলসি জানিয়েছে, বিভিন্ন মাধ্যমে দক্ষিণ কোরিয়ার সঙ্গে বাংলাদেশকে পরিচয় করিয়ে দেওয়ার প্রচেষ্টা অব্যাহত থাকবে। বিশেষ করে ২০২৩ সাল উভয় দেশের জন্য একটি অর্থবহ হতে যাচ্ছে, কেননা এটি দক্ষিণ কোরিয়া ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার বার্ষিকী পূর্ণ হওয়ার বছর।
মোরা-আল এলএলসির সদস্যরা জানিয়েছেন, 'স্বাধীনতা' এবং 'সার্বভৌমত্ব' -এর জন্য বাংলাদেশের সংগ্রামের ইতিহাস এবং অর্থনৈতিক উন্নয়নের উল্লেখযোগ্য অর্জনগুলোর ওপর গুরত্ব দেওয়ার পরিকল্পনা করছেন তারা।
এনআই/কেএ