বিচারপতি মানিকের ওপর হামলার ঘটনায় দুই সংগঠনের নিন্দা

অবসরপ্রাপ্ত বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিকের ওপর হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও স্মৃতি পাঠাগার এবং বঙ্গবন্ধু পরিষদ। বৃহস্পতিবার (৩ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানান তারা।
বিজ্ঞপ্তিতে সাবেক বিচারপতির ওপর হামলার নিন্দা জানিয়ে বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ডা. এস এ মালেক ও সাধারণ সম্পাদক অধ্যাপক আ ব ম ফারুক বলেন, গণতন্ত্রের লেবাসধারী কিন্তু গণতন্ত্রবিরোধী একটি অপশক্তি দ্বারা অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরীর ওপর ঢাকার পল্টন এলাকায় হামলা চালানো হয়েছে।
তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় একনিষ্ঠ বিশ্বাসী এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে উচ্চকণ্ঠ হওয়ার কারণেই এই বুদ্ধিজীবীকে আক্রমণের শিকার হতে হয়েছে। উগ্র সাম্প্রদায়িক শক্তির মদদে এই অপশক্তি সম্প্রতি সারা দেশে পুনরায় উগ্রপন্থা অনুসরণ করে সংগঠিত হওয়ার চেষ্টা করছে। এই অপশক্তির সাম্প্রতিক কার্যকলাপ তাদের দ্বারা সারা দেশে সংঘটিত নিকট-অতীতের পেট্রোল বোমা সন্ত্রাসের কথাই মনে করিয়ে দিচ্ছে। জনগণকে এদের নতুন কোনো ষড়যন্ত্র সম্পর্কে সতর্ক থাকার আহ্বান ও আক্রান্ত এই বিচারপতিকে রাষ্ট্রের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়ার দাবি জানান তারা।
আরও পড়ুন : বিচারপতি মানিকের গাড়িতে হামলার মামলায় গ্রেপ্তার ৪, তদন্তে ডিবি
এদিকে আরেক বিজ্ঞপ্তিতে বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও স্মৃতি পাঠাগারের সভাপতি ডা. এস এম বাদশা মিয়া বলেন, বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের ওপর বিএনপি-জামায়াতের সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
তিনি বলেন, মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির বলিষ্ঠ কণ্ঠস্বর ও সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের ওপর বিএনপি-জামায়াতের সন্ত্রাসী হামলার ঘটনা ন্যক্কারজক। পল্টনে বিএনপির মিছিল থেকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিচারপতি মানিকের ওপর এই নগ্ন হামলা চালানো হয়েছে। বিএনপির সন্ত্রাসী হামলায় বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ও তার নিরাপত্তায় নিয়োজিত পুলিশের গানম্যানও আহত হয়েছেন। আজকের এই ঘটনা প্রমাণ করে যে স্বাধীনতাবিরোধী অপশক্তির দোসর বিএনপি-জামায়াত রাজনৈতিক মাঠে দেউলিয়া হয়ে এখন সন্ত্রাসী হামলার পথ বেছে নিয়েছে।
এসএসএইচ