পুলিশ সদর থেকে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কঠোর নির্দেশনা

মামলা তদন্তে তদারকি বাড়িয়ে অপরাধীদের আইনের আওতায় আনাসহ মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকালে পুলিশ সদর দপ্তরে আয়োজিত মাসিক ক্রাইম কনফারেন্সে এই নির্দেশনা দেন অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. আতিকুল ইসলাম। কনফারেন্সে সভাপতিত্বও করেন তিনি।
সভায় সব মেট্রোপলিটন পুলিশের কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপাররা ভার্চুয়ালি যুক্ত ছিলেন।
পুলিশ হেডকোয়ার্টার্স প্রান্তে ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) ওয়াই এম বেলালুর রহমান, ডিআইজি (অপারেশনস) মো. হায়দার আলী খান এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত পুলিশের একজন কর্মকর্তা ঢাকা পোস্টকে বলেন, সভায় দেশে চুরি, ডাকাতি মামলা রোধে সারাদেশে তৎপরতা আরও বাড়াতে বলা হয়েছে। পারিবারিক সহিংসতা রোধে বিট পুলিশিং এবং কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে জনগণের সম্পৃক্ততা বাড়িয়ে জনসচেতনতা সৃষ্টির ওপর গুরুত্বারোপ করা হয়। এছাড়াও কেউ যেন বাজার কারসাজি করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বাড়াতে না পারে সেজন্য গোয়েন্দা নজরদারি বাড়াতে বলা হয়েছে।
সভায় পুলিশ সদরদপ্তরের এআইজি (ক্রাইম অ্যানালাইসিস) সুনন্দা রায় সেপ্টেম্বর মাসে দেশের সার্বিক অপরাধ পরিস্থিতি যেমন- ডাকাতি, দস্যুতা, খুন, নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, চুরি, মাদকদ্রব্য ও অস্ত্র উদ্ধার, অপমৃত্যু মামলা ইত্যাদি সংক্রান্ত তথ্য উপস্থাপন করেন।
সভায় উপস্থাপিত বিভিন্ন মামলার পরিসংখ্যান পর্যালোচনায় দেখা যায়, আলোচ্য সেপ্টেম্বর মাসে পূর্ববর্তী আগস্ট ২০২২ মাসের তুলনায় মোট দায়ের করা মামলা, ধর্ষণ মামলা, নারী ও শিশু নির্যাতন মামলা কমেছে।
এআর/জেডএস