অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা দেবে ডিএসসিসি

রাজধানীর মানিকনগর কুমিল্লাপট্টি বস্তিতে সম্প্রতি ঘটে যাওয়া অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তা দেবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। সে লক্ষ্যে বৃহস্পতিবার (৪ মার্চ) চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
ডিএসসিসি সচিব আকরামুজ্জামানের সই করা এক আদেশে এ কমিটি গঠন করা হয়। আদেশে বলা হয়েছে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অঞ্চল ৫ এর ৭ নম্বর ওয়ার্ডের কুমিল্লাপট্টি বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে মানবিক সহায়তা দেওয়ার জন্য পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা ২০০৮ এর ৭৬ (১) (ঞ) বিধি অনুযায়ী বিতরণ কমিটি গঠন করা হয়েছে।
অঞ্চল ৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে আহ্বায়ক এবং ৭ নম্বর ওয়ার্ড সচিবকে সদস্য সচিব করে কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য দুই সদস্য হলেন, ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর, এবং ৫, ৬ ও ৭ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর।
গত ২১ ফেব্রুয়ারি রাজধানীর মানিকনগর কুমিল্লাপট্টি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বস্তি ও রিকশার গ্যারেজ ক্ষতিগ্রস্ত হয়।
এএসএস/আরএইচ