মালিবাগের সিরাজুল ইসলাম হাসপাতালে আগুন

রাজধানীর মালিবাগের ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে আগুন লেগেছে। শুক্রবার (৫ মার্চ) রাত ৯টা ৪৫ মিনিটের দিকে হাসপাতালের নার্সিং স্টেশনের সুইচবোর্ড থেকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মাহফুজ রিবেন জানান, আগুনের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে যায়। এতে কেউ হতাহত না হলেও অনেকে আতঙ্কিত হয়েছে।
প্রত্যক্ষদর্শী ঢাকা পোস্টের জ্যেষ্ঠ প্রতিবেদক আদনান রহমান জানান, হঠাৎ বিকট শব্দে আলোর ঝলকানি দেখা যায়। এরপরই আশপাশের ভবনে হৈ-হুল্লোড়ের শব্দ শোনা যায়। হাসপাতালের পেছনের নার্সিং হোস্টেল থেকে অনেকেই কাঁচ ভেঙে লাফানোর চেষ্টা করেন। নিচ থেকে তাদের অপেক্ষা করতে বলা হয়। গোটা এলাকায় আগুনের ধোঁয়া ছড়িয়ে পড়ে।
খিলগাঁও ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল মান্নান ঘটনাস্থল থেকে জানান, ড. সিরাজুল হাসপাতালের সাথে সংযুক্ত নার্সেস হোস্টেল-৩ নম্বরে এঘটনা ঘটে। আগুনে ওই ছয় তলা ভবনের নীচ তলার সুইচ বোর্ড বিস্ফোরিত হয়। এতে প্রচুর ধোয়া বের হতে থাকে। অগ্নিকাণ্ডের ঘটনায় হইচই পড়ে যায়।
তিনি জানান, সাড়ে ১০টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের কর্মীরা ক্ষয়ক্ষতি ও আগুন লাগার প্রকৃত কারণ জানার চেষ্টা করছেন।
এআর/আরএইচ/ওএফ